এবার বিটকয়েন ইনকাম করুন আর বিটকয়েন দিয়ে নিন মোবাইল রিচার্জ freebitcoin থেকে


আসসালামু আলায়কুম। সবাই কেমন আছেন। আজকে আমরা শিখব কিভাবে বিটকয়েন ইনকাম করবেন এবং তা থেকে মোবাইল রিচার্জ করবেন।
প্রথমেই জেনে নেই....

বিটকয়েন কি?  
বিটকয়েন হলো একটি সাংকেতিক মুদ্রা  যার মাধ্যমে অনলাইনে কেনাকাটা করা যাই।
বর্তমান বিশ্বে বিটকয়েন খুবই জনপ্রিয় একটি লেনদেন এর মাধ্যম
বর্তমানে ১ বিটকয়েন=  ৬১৫ ডলার
৩-৪ মাস পুর্বে যার মুল্য ছিল ৯১৮ ডলার।
মুলত বিটকয়েন এর মুল্য স্থিতিশীল নয়।  এটা শেয়ার মার্কেট এর মতো পরিবর্তন হতে থাকে।

বিটকয়েন ইনকাম করতে যা যা লাগবে
১। এন্ড্রয়েড ফোন বা পিসি
২। একটি বিটকয়েন ওয়ালেট ( যেটাতে পেমেন্ট নিবেন)
৩। কাজ করার ইচ্ছা

কিভাবে বিটকয়েন ওয়ালেট একাউন্ট খুলবেন
১। প্রথমে প্লে-স্টোরে গিয়ে Blockchain লিখে সার্চ করুন তাহলে
     নিচের চিত্রের মতো এপ্স পাবেন এই এপ্সটা install দিন।





২। তারপর এপ্সটি ওপেন করে Signup করুন।
     আপনার ইমেইলে একটি কনফার্মেশন মেইল যাবে সেটাতে ক্লিক করুন।
৩।  তারপর আবার এপ্সটি ওপেন করুন তাহলে নিচের চিত্রের মতে দেখতে পাবেন।

এখানে লাল কালি দিয়ে চিহ্নিত করা + বাটনে ক্লিক করলে নিচের চিত্রের মতো একটি এড্রেস পাবেন   চিত্রে   সবুজ কালি দিয়ে চিহ্নিত  ৩৪ ডিজিটের এলোমেলো অক্ষরে লিখাটাই হলো বিটকয়েন এড্রেস এই এড্রেসটি Copy  করে রাখুন পরে কাজে লাগবে






পিসি ইউজাররা সরাসরি blockchain.info

এই লিংকে গিয়ে  Creat a New Wallet লিখাই ক্লিক করে
একাউন্ট তৈরি করুন।  তারপর Setting  থেকে Adress এ গেলে আপনার ওয়ালেট  এড্রেস পাবেন।
আপনি সব কাজ ঠিকভাবে কিরে থাকলে আপনার ওয়ালেট তৈরি। এখানেই আপনার ইনকামকৃত বিটকয়েন জমা হবে।
তাহলে চলুন দেখা যাক

কিভাবে বিটকয়েন ইনকাম করবেন
১। প্রথমে  এই লিংকে গিয়ে
     এপপ্সটি ডাউনলোড করুন তারপর Install দিন
     তারপর এপ্সটি ওপেন করলে একটি Signup ফর্ম পাবেন সেখানে আপনার ইমেইল আর পাসওয়ার্ড  দিন
    আর ওয়ালেট এড্রেস  এর জায়গায় এর আগে যে ৩৪  ডিজিটের বিটকয়েন এড্রেসটি কপি করেছিলেন
    সেটা এখানে পেস্ট করে দিন। তারপর Signup  এ ক্লিক করে ইমেইল  ভেরিফাই করে নিন
     পিসি ইউজাররা সরাসরি এই লিংকে 
     গিয়ে একাউন্ট খুলে নিন।
২। তাহলে নিচের ছবির মতো ক্যাপচা দেখতে পারবেন



এখানে  I'm not a robot লেখার পাসের চেকবক্স এ
     ক্লিক করে করে ক্যাপচাটা পুরন করে নিচের ROLL  বাটনে ক্লিক করলে একটি টাইমার উঠবে। এর মানে আপনি সফল হয়েছেন। ( এ ধরনের ক্যাপচা কঠিন মনে হলে ROLL বাটনের নিচে Recaptcha নামে যে ড্রপডাউন মেনু আছে সেখান থেকে ক্যাপচা টাইপ Solve Media সিলেক্ট করে দিন। তাহলে সহজ ক্যাপচা পাবেন।)

টাইমার না উঠলে আবার চেষ্টা করুন। এভাবে আপনি প্রতি ১ ঘন্টা পরপর একটা করে  ক্যাপচা পুরন করে ইনকাম করতে পারবেন।

কিভাবে freebitcoin থেকে পেমেন্ট নিবেন
পেমেন্ট নেওয়ার জন্য উপরের সবুজ রঙের WITHDRAW বাটনে ক্লিক করুন তারপর "Enable Auto Withdraw" লিখার পাসের চেকবক্সটিতে টিক চিহ্ন দিয়ে দিন। তাহলে প্রতি রবিবারে আপনার ওয়ালেট এ অটোমেটিক পেমেন্ট চলে যাবে। সেক্ষেত্রে আপনার একাউন্ট এ ২৫০০০ সাতশি ( বিটকয়েন পরিমাপের একক সাতশি) থাকতে হবে। সাধারনত ২ দিনেই ২৫০০০ সাতশি করা সম্ভব। তবে আপনি দিনে ৩-৪ বার ক্যাপচা পুরন করলেও সপ্তাহ শেষে  ৫০০০০ সাতশি ইনকাম করতে পারবেন। আর বেশি কাজ করলেতো আরও বেশি পাবেন। পেমেন্ট নেওয়ার আগে আপনার একাউন্ট প্রোফাইল থেকে বিটকয়েন এড্রেসটি চেক করে নিবেন।

মনে রাখবেন এক বিটকয়েন মানে ৬১৫ ডলার তাই একটু দেরি করে হলেও যদি এক বিটকয়েন হয় তাহলে ক্ষতি কি। তাই অনলাইনে অন্যান্য কাজের পাসাপাসি বিটকয়েন ইনকাম করুন।

কিভাবে বিটকয়েন থেকে মোবাইল রিচার্জ করবেন
আপনি http://www.bitreffil.com
এখান থেকে আপনার অর্জিত বিটকয়েন দিয়ে মোবাইল রিচার্জ নিতে পারবেন।
তার জন্য এই সাইটে গিয়ে Country হিসেবে বাংলাদেশ সিলেক্ট করবেন তারপর আপনার মোবাইল নাম্বার যেটাতে রিচার্জ নিবেন সেই নাম্বারটা দিন তারপর Countinue এ ক্লিক করুন। তারপর টাকার পরিমান দিয়ে সাবমিট করলে ওরা আপনাকে একটা বিটকয়েন এড্রেস আর এমাউন্ট সম্বিলিত মেসেজ দিবে। আপনি এই এড্রেস এ এই পরিমান বিটকয়েন  Send করার ২-৩ মিনিটের মধ্যেই রিচার্জ পেয়ে যাবেন।
First