দেখে নিন কিভাবে ClaimBTC, EasyBitcoinFaucet, TakefreeBitcoin থেকে ফ্রি বিটকয়েন ইনকাম করবেন

 আসসালামু আলাইকুম।

গত পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে Coinbase এ বিটকয়েন ওয়ালেট একাউন্ট খুলবেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বিটকয়েন ইনকাম করবেন।
অনলাইনে ইনকাম এর মধ্যে বিটকয়েন ইনকাম সবথেকে সহজ ইনকাম এর পদ্ধতি।
বিভিন্ন পিটিসি সাইটের পেছনে ঘুরে পেমেন্ট না পেয়ে হতাশ হতে হলেও বিটকয়েন ইনকাম এর ক্ষেত্রে এমনটা হওয়ার চান্স নেই কেননা আপনি ২-১ দিন পর পরি পেমেন্ট নিতে পারবেন যার ফলে কাজ করে টাকা না পাওয়ার কনো ভয় নেই।
 এবং ইনকাম ও অনেক সহজ।

যাইহোক কথা না বারিয়ে চলুন কাজে চলে যাই,,,,,

আজকে আমি বিটকয়েন ইনকাম এর তিনটি সাইট সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।
আপনি শুধু একটা সাইটেই কাজ করলে বিটকয়েন এ সফলতা অর্জন করতে পারবেন না। যত বেশি সাইটে কাজ করবেন তত বেশি ইনকাম করতে পারবেন।
আমি প্রতিদিন এরকমই কিছু ট্রাস্টেড নিয়ে আলোচনা করবো।

চলুন তাহলে দেখে নেই,,,

কিভাবে ClaimBTC থেকে ফ্রি বিটকয়েন ইনকাম করবেন:


প্রথমে এই এই লিংকে যান তাহলে নিচের মতো আসবে তারপর স্ক্রিনশট অনুযায়ী ফাকা যায়গাই আপনার বিটকয়েন এড্রেস দিন তারপর Claim বাটনে ক্লিক করুন


bangla income tutorial




 তাহলে নিচের মতো একটা ফর্ম আসবে এখানে স্ক্রিনশট অনুযায়ী আপনার নাম আর ইমেইল দিন। তারপর YAHOO,START NOW বাটনে ক্লিক করুন তাহলে আপনার ইমেইল এ একটা কনফার্মেশন লিংক যাবে ঔ লিংকে ক্লিক করে একাউন্ট ভেরিফাই করুন।


free-bitcoin-bangla-tutorial

ভেরিফাই হয়ে গেলে নিচের স্ক্রিনশট এর মতোএকটা পেজ আসবে এখানে GET FREE BTC NOW বাটনে ক্লিক করুন

bitcoin bangla


তাহলে নিচের মতো একটা ক্যাপচা আসবে এই ক্যাপচাটা সলভ করুনএধরনের ক্যাপচা কঠিন মনে হলে নিচের ড্রপডাউন বাটনে ক্লিক করুন তারপর SOLVE MEDIA সিলেক্ট করুন।



তাহলে স্ক্রিনশট এর মতো ক্যাপচা পাবেন এই ক্যাপচাটা লিখুন

free bitcoin income


 তারপর CLAIM FREE BTC NOW বাটনে ক্লিক করুন।

free bitcoin


তাহলে নিচের স্ক্রিনশট এর মতো কত সাতোশি পেলেন সেটা দেখাবে। প্রথম প্রথম আপনি সাতশি কম করে পাবেন। কারন সাতোশি এমাউন্ট LOYALTY BONUS এর উপর নির্ভর করে প্রতিদিন ক্লেইম করলে এই LOYALTY BONUS বারতে থাকবে তাই প্রতিদিন ক্লেইম করবেন তাহলে ইনকাম আস্তে আস্তে বারবে। একবার ক্লেইম করলে আবার ২০ মিনিট পর ক্লেইম করতে পারবেন। যতবেশি ক্লেইম করবেন তত বেশি ইনকাম হবে।

bitcoin bangla tutorial


একাউন্ট ব্যালেন্স দেখতে নিচের স্ক্রিনশট এর মতো মেনু বাটনে ক্লিক করুন তাহলে ব্যালেন্স দেখতে পারবেন।


কিভাবে পেমেন্ট নিবেন


পেমেন্ট নিতে মেনু বাটনে ক্লিক করুন তারপর আপনার নামের উপর ক্লিক করুন তাহলে নিচের মতো পাবেন।



 তারপর Profile  এ ক্লিক করুন তারপর WITHDRAWAL এ ক্লিক করুন।



তারপর স্ক্রিনশট এর মতো কতো সাতোশি (বিটকয়েন এর একক সাতোশি) তুলতে চান সেটা লিখুন মিনিমাম ২০০০০ সাতোশি। তারপর REQUEST WITHDRAWAL এ ক্লিক করুন তাহলে ১ মিনিটের মধ্যে আপনার বিটকয়েন ওয়ালেট এ পেমেন্ট পেয়ে যাবেন



EasyBitcoinFaucet থেকে ইনকাম


এটিও CLAIMBTC এর একটি সাইট এখান থেকে ইনকাম করতে প্রথমে এই লিংকে ক্লিক করুন তারপর সাইনাপ করুন। এখানে কাজের নিয়ম সব CLAIMBTC এর মতো কিন্তু এখানে ১০ মিনিট পরপর ক্লেইম করতে পারবেন।

TakeFreeBitcoin থেকে ইনকাম


এটিও CLAIMBTC এর একটি সাইট এখান থেকে ইনকাম করতে প্রথমে এই লিংকে ক্লিক করুন তারপর সাইনাপ করুন। এখানে কাজের নিয়ম সব CLAIMBTC এর মতো কিন্তু এখানে ৫ মিনিট পরপর ক্লেইম করতে পারবেন।

আজকে এই পর্যন্তুই। আগামি পর্বে ফ্রি বিটকয়েন ইনকাম এর অন্য একটি সাইট নিয়ে আলোচনা করবো।
Previous
Next Post »