দেখে নিন কিভাবে ডগিকয়েন (Dogecoin) ওয়ালেট একাউন্ট খুলবেন

আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা। আমরা অনেকে যারা অনলাইনে কাজ করি বা করতে চাই তাদের অনেকেরই বিভিন্ন সাইট থেকে পেমেন্ট তুলতে গেলে ডগিকয়েন ওয়ালেট এর প্রয়োজন পরে।

আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ডগিকয়েন ওয়ালেট একাউন্ট খুলতে হয়।
শুরুতেই জেনে নেই

ডগিকয়েন কি?

ডগিকয়েন হলো বিটকয়েন এর মতো একটি অনলাইন ক্রিপ্টোকারেন্সি। অন্যান্য সব ক্রিপ্টোকারেন্সির মতো ডগিকয়েন এর দাম ও ক্রমাগত বেরেই চলেছে।
তাহলে চলুন দেখে নেই

কিভাবে ডগিকয়েন ওয়ালেট একাউন্ট খুলবেন

প্রথমে http://my.dogechain.info এই লিংকে যান তাহলে নিচের মতো পেজ পাবেন এখানে Create wallet এ ক্লিক করুন।


create dogecoin wallet


তাহলে নিচের ছবির মতো পেজ পাবেন এখানে আপনার ইমেইল এড্রেস পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিয়ে Create wallet এ ক্লিক করুন

create dogecoin wallet


তাহলে নিচের মতো একটি কনফার্মেশন মেসেজ পাবেন এখানে লাল কালি দিয়ে মার্ক করা লিখাটি কপি করে কোন যাইগায় সেভ করে রাখুন পরে লগিন করতে এই লিখাটি আপনার প্রয়োজন পড়বে। লিখাটি কপি করা হয়ে গেলে Open your wallet এ ক্লিক করুন।

create dogecoin wallet
ব্যাস আপনার একাউন্ট খোলা হয়ে গেছে। Open your wallet এ ক্লিক করলে নিচের মতো আপনি আপনার ড্যাসবোর্ড এ চলে যাবেন।

create dogecoin wallet
একটু স্ক্রল করে নিচে নামলে মার্ক করা এড্রেস এর মতো এড্রেস পাবেন। এইটাই আপনার ডগিকয়েন এড্রেস বিভিন্ন সাইট থেকে পেমেন্ট তুলতে এই এড্রেসটিই ব্যবহার করবেন

create dogecoin wallet


Previous
Next Post »